ঢাকা, সোমবার   ২৪ জুন ২০২৪ ||  আষাঢ় ৯ ১৪৩১

সার্বভৌমত্বে আঘাত এলে ছেড়ে দেব না : সেনাপ্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ১৬ জুন ২০২৪  

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

বাংলাদেশ ও মিয়ানমার বর্ডারে উত্তেজনা সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের কথা একেবারে পরিষ্কার, দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে সেটা প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধে যেতে চাই না, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। তবে যদি কেউ ইচ্ছা করে আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে চায়, অথবা আমাদের সার্বভৌমত্বের ওপরে আঘাত আনে তাহলে আমরা ছেড়ে দেব না।

গতকাল দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, কিছু বর্ডার ভায়োলেশন হচ্ছে তার জন্য বর্ডার গার্ড, কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা তদারকি করছে। আমরা সেনাবাহিনী প্রস্তুত আছি, এর চেয়ে লেভেল অন্যদিকে গেলে আমরা সমুচিত ব্যবস্থা নেব। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্বকে আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে পালন করতে পেরেছি। সেনাবাহিনীর সব দায়িত্বে আমি সর্বক্ষণ নিয়োজিত ছিলাম, এটাই আমার সফলতা। এর আগে পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে সেনাবাহিনীর নতুন ইউনিটের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সর্বশেষ
জনপ্রিয়