ঢাকা, রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

শেরপুর পৌরসভার ১১২ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট পেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ২৭ জুন ২০২৪  

শেরপুর পৌরসভার ১১২ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট পেশ

শেরপুর পৌরসভার ১১২ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট পেশ

শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১১২ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। এরমধ্যে রাজস্ব খাতে ১৯ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৪৩৬ টাকা আয় ব্যয় ও ১৮ কোটি ৩৭ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয় এবং সরকারি মঞ্জুরী, কোভিড-১৯ প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, আইইউজিআইপি, সিআরডিপি-৩ প্রকল্প এবং মূলধনসহ ৯৩ কোটি ৪০ লক্ষ ৪১ হাজার ১৮৯ টাকা আয় ও জয় ধরা হয়েছে ৭৯ কোটি ৯৬ লক্ষ ৬ হাজার টাকা।বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে এই বাজেট অনুষ্ঠানের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেন হিসাব রক্ষক কর্মকর্তা এইচএম সেলিম আলম।

এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আহসুল আলম নাহিদ।এছাড়া অন্যানের মধ্যে ১ নং প্যানেল মেয়র মোঃ নজরুল ইসলাম, পৌর সচিব আবু লাইস মোঃ বজলুর রহমান, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিমসহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এসময় ঘোষিত বাজেট এবং পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সমস্যার বিষয় নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়ার সাংবাদিক বৃন্দ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়