ঢাকা, মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

শিশুদের জন্য সাজানো বাগান চাই : ইউএনও তানিয়া তাবাসসুম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ৩০ জুন ২০২৪  

শিশুদের জন্য সাজানো বাগান চাই : ইউএনও তানিয়া তাবাসসুম

শিশুদের জন্য সাজানো বাগান চাই : ইউএনও তানিয়া তাবাসসুম

নেত্রকোণা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা, কাংসা আশ্রয়ন প্রকল্প ও নন্দীপুর গুচ্ছগ্রামে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আশরাফুল কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ।

প্রধান অতিথির বক্তৃতায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম বলেন, আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। প্রকৃতির রুদ্র কঠিন রূপ তথা তীব্র দাবদাহ থেকে বাচঁতে আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই। শিশুদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি। এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়