ঢাকা, রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

‘ব্রাজিলের সমর্থক হলেই আর্জেন্টিনাকে ঘৃণা করতে হবে?’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ২৮ জুন ২০২৪  

‘ব্রাজিলের সমর্থক হলেই আর্জেন্টিনাকে ঘৃণা করতে হবে?’

‘ব্রাজিলের সমর্থক হলেই আর্জেন্টিনাকে ঘৃণা করতে হবে?’

ঢালিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আপাদমস্তক একজন ব্রাজিল ভক্ত তিনি। তবুও বুধবার (২৬ জুন) সকালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার ম্যাচ। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।দেশের একটি গণমাধ্যমকে ফারিণ বলেন, আমি এখনো ব্রাজিল সমর্থক। ব্রাজিলের সমর্থক হলেই আর্জেন্টিনাকে ঘৃণা করতে হবে?-এমনটা আমি বিশ্বাস করি না। খেলা নিয়ে ঘৃণা ছড়ানো উচিত নয়। খেলাটাকে উপভোগ করাটা জরুরি।

তিনি আরো বলেন, আমি কখনোই গ্যালারিতে বসে ফুটবল ম্যাচ দেখিনি। এবারই প্রথম সরাসরি ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো। মেসিকে খুব পছন্দ করি। তার খেলা খুব ভালো লাগে। উনি আর কত দিন খেলবেন, সেটা জানি না। ওনার খেলা দেখতেই মাঠে এসেছি।

প্রসঙ্গত, তাসনিয়া ফারিণের সঙ্গে গ্যালারিতে মেহজাবীন চৌধুরী ও মীর সাব্বির উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়