ঢাকা, সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

বিদ্যুৎ-জ্বালানির বিলিয়ন ডলারের সাত প্রস্তাব : জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ৫ জুলাই ২০২৪  

বিদ্যুৎ-জ্বালানির বিলিয়ন ডলারের সাত প্রস্তাব : জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানির বিলিয়ন ডলারের সাত প্রস্তাব : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে মহেশখালী থেকে একটি গ্যাস পাইপলাইন নির্মাণসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাতটি প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেওয়া হবে। আর এ প্রকল্পগুলোর অর্থায়নে ব্যয় হবে প্রায় ১ বিলিয়ন ডলার। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। এ ছাড়া ২০২৭ সালের পর থেকে দেশে গ্যাসের আর কোনো সংকট থাকবে না বলে উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নসরুল হামিদ বলেন, মহেশখালীর গ্যাস পাইপলাইন নির্মাণের প্রকল্পটি আমরা জিটুজি-তে করার প্রস্তাব দিয়েছি। আমাদের এখন দুটি এফএসআরইউ আছে। আমরা আরও দুটি এফএসআরইউ করতে চাই। ২০২৭ সাল থেকে যাতে কোনোরকম গ্যাসের সমস্যা না থাকে এজন্য আমরা প্রকল্পটি নিয়েছি। তিনি জানান, আমাদের ৪৬টি গ্যাসফিল্ড আছে। এর বাইরে আরও ১০০ গ্যাসকূপ খনন করা হবে। এর সঙ্গে অগভীর সমুদ্র ও আমদানিকৃত গ্যাস দিয়ে আমরা চেষ্টা করছি ২০২৭ সালের পর থেকে গ্যাসের কোনো সমস্যা যাতে না থাকে।

সর্বশেষ
জনপ্রিয়