ঢাকা, রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বাংলাদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী জাপান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ৪ জুলাই ২০২৪  

বাংলাদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী জাপান

বাংলাদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী জাপান

বাংলাদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুই দেশের মধ্যে কৃষিখাতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে গুরুত্বারোপ করেছে দেশটি।বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।

তিনি আরো জানান, এ বিষয়ে কাজ করতে সরকারি-বেসরকারি সদস্যদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে।

এ সময় বাংলাদেশের কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন, পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনা, ফুড প্রসেস ও কুল চেইন, হিমাগার নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে জাপানের সহযোগিতা কামনা করেন কৃষিমন্ত্রী।এ সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমান এবং যুগ্ম সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়