ঢাকা, সোমবার   ২৪ জুন ২০২৪ ||  আষাঢ় ৯ ১৪৩১

প্রথমবারের মতো বুটেক্সে চালু হচ্ছে পিএইচডি, যা যা প্রয়োজন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ১২ আগস্ট ২০২৩  

প্রথমবারের মতো বুটেক্সে চালু হচ্ছে পিএইচডি, যা যা প্রয়োজন

প্রথমবারের মতো বুটেক্সে চালু হচ্ছে পিএইচডি, যা যা প্রয়োজন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষা কার্যক্রমে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে টেক্সটাইল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ওপর পিএইচডি। বিএসসি, এমএসসির পর এবার পিএইচডি প্রোগ্রাম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাবেরি মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের আওতায় মোট ১০টি বিভাগে রয়েছে পিএইচডির সুযোগ। পিএইচডি প্রোগ্রামে অংশ নেয়ার জন্য একজন শিক্ষার্থীর স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনুষঙ্গিক কোনো বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন অথবা চার বছর মেয়াদি বিএসসি প্রোগ্রাম অথবা সমতুল্য ডিগ্রি এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং/এমফিল অথবা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। 

আবেদনের নূন্যতম যোগ্যতা:

বিএসসি পর্যায়ে শতকরা ৫০ ভাগ মার্ক অথবা সিজিপিএ- ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। 

এমএসসি পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) অথবা সমতুল্য শতকরা নূন্যতম ৬০ ভাগ মার্ক থাকতে হবে। 

ভর্তি আবেদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট হতে এনওসি এবং আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পরবর্তীতে ১৫০০ টাকা (একহাজার পাঁচশত টাকা মাত্র)  একাউন্ট নং:০১২৪১০০০৯১৬৩৬, সোনালী ব্যাংক, তেজগাঁও শিল্প এলাকা ব্রাঞ্চে জমা প্রদানপূর্বক আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেকশনে জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র (মূলকপি এবং সত্যায়িত অনুলিপি):

১. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, 
২. সব পরীক্ষার সনদপত্র, 
৩. সব পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিট/মার্কশিট, 
৪. সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ/ প্রত্যয়ন পত্র,
৫. চাকরিরত আবেদনকারীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক এনওসি ফরম,
৬. খণ্ডকালীন বা পূর্ণকালীন চাকরিতে কর্মরত আবেদনকারীদের অবশ্যই তাদের নিয়োগকর্তার মাধ্যমে খণ্ডকালীন কিংবা পূর্ণকালীন তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৮ সেপ্টেম্বর, ২০২৩। 

অপরিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হবে।

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়