ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

নেত্রকোণার মোহনগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ১ জুলাই ২০২৪  

নেত্রকোণার মোহনগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নেত্রকোণার মোহনগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নেত্রকোণার মোহনগঞ্জে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ ১৭) ফাইনাল ম্যাচে ৩-১ গোলে জয়ী হয়েছে পৌরসভা দল।খেলায় রানার্সআপ হয়েছে সুয়াইর ইউনিয়ন দল। দারুণ নৈপূন্য দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে পৌরসভা দলের ছোট রিফাত।সোমবার বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌরসভা দল ও সুয়াইর ইউনিয়ন দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে পৌরসভা দল ৩ গোল করে জয়ী হয়। আর ১ গোল করে রানার্সআপ হয় সুয়াইর ইউনিয়ন দল।উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীয়তায় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন গোলাম হায়দার আরিফ, সহকারী রেফারি ছিলেন মোহাম্মদ সুজাত ও মোঃ বাহারুল ইসলাম।এছাড়া খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সাবেক ক্রীড়াবিদ ফজলুর রহমান।

খেলে শেষে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির। এসময় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দীলিপ দত্ত, সিনিয়র সাংবাদিক আবুল কাশেম আজাদ, এস এম সারোয়ার খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- গত শনিবার (২৯ জুন) উপজেলার সাত ইউনিয়নের সাতটি দল ও পৌরসভাসহ মোট আটটি দল নিয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন ঘোঘণা করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়