ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

নেত্রকোণার মদনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮, ২৮ জুন ২০২৪  

নেত্রকোণার মদনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নেত্রকোণার মদনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে নেত্রকোণার মদনে জেলা প্রশাসক  ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া।

এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, কৃষি অফিসার হাবিবুর রহমান, ওসি উজ্জ্বল কান্তি সরকার, জেলা উপ-পরিচালক সমাজ সেবা মোঃ শাহ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়