ঢাকা, রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ২৭ জুন ২০২৪  

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার বাজেট ঘোষণা

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার বাজেট ঘোষণা

নতুন করারোপ ছাড়াই নেত্রকোনার মদন পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ জুন) পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ।ঘোষিত বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে বেশি ব্যয় দেখানো হয়েছে। বাজেটের পরিমাণ ছিল ৪৪ কোটি ৮০ লাখ  ৪৮ হাজার ৬শ ২৮ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৪৪ কোটি ১৩ লাখ ৬১ হাজার ৪শ টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৬ লাখ ৮৭ হাজার ২শ ২৮ টাকা। 

আধুনিক পৌরসভা গড়ার লক্ষে এবারের বাজেটে  নাবায়ন, ময়লা আর্বজনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরশন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে। 

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন, পৌর সচিব জাহাঙ্গীর আলম, উপসহকারী প্রকৌশলী মোঃ জামিল হাসান,বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক পরিতোষ দাস,  সাংবাদিক সুদর্শন আচার্য্য,   কাউন্সিলরগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়