ঢাকা, রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

জুলাইয়ে সারাদেশে গ্যাস সরবরাহ নিয়ে যা জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ৪ জুলাই ২০২৪  

খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে সারাদেশে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা যাবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাজেট পরবর্তী’ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৫-১৬ জুলাইয়ের মধ্যে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা যাবে বলে আশা করছি। এবারের বাজেটে জ্বালানি খাতে ১ হাজার ৮৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ২০২৫ সালের মধ্যে ৬ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। তবে এই সিস্টেম যেকোনো সময় ব্যর্থও হতে পারে। তাই সোলারকে স্মার্ট গ্রিডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আমাদের আছে।

প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে বড় বন্যা হলে দেশের বিদ্যুৎ খাতের কি প্রস্তুতি থাকা দরকার, সেটা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে এই ক্ষয়ক্ষতি যেন কম হয়, সে কাজও চলছে।এদিকে আদানিও বিদ্যুৎ সরবরাহ করা শুরু করেছে বলেও জানান নসরুল হামিদ।

সর্বশেষ
জনপ্রিয়