ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে ভৈরব পৌর মেয়রের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ২ জুলাই ২০২৪  

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে ভৈরব পৌর মেয়রের সাক্ষাৎ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে ভৈরব পৌর মেয়রের সাক্ষাৎ

গত ২৭ জুন বৃহস্পতিবার ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। 

এ সময় মেয়রের সাথে ছিলেন, ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া। সাক্ষাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ভৈরব পৌর এলাকার পানি সরবরাহ শাখার পাইপ লাইনের মেরামতের বরাদ্ধের আবেদন করেন। এ সময় প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ মেয়রের আবেদনের কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত এর সমাধানের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।
তাছাড়াও নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ওটএওচ) প্রকল্প পরিচালক মো. আবদুল বারেক এর দপ্তরে উপস্থিত হয়ে চলমান প্রকল্পগুলো ত্রুত অনুমোদনের জন্য আলোচনা করেন। প্রকল্প পরিচালক মো. আবদুল বারেক চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দিবেন বলে আশ্বস্ত করেছেন।
ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, আমি পৌরসভার প্রকৌশলী শাহজাহান মিয়াকে নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মহোদয়ের সাথে ভৈরবের পানি সরবরাহের পাইপ লাইন ও বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছি। আশা করছি খুব শীঘ্রই ভৈরব পৌরবাসী এর সুফল পাবে ইনশাল্লাহ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়