ঢাকা, রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ছড়া: আম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৩ জুলাই ২০২৪  

ছড়া: আম

ছড়া: আম

টস টসে পাকা আম
খেতে লাগে মিষ্টি,
মধু মাসে মধু ফল
বিধাতার সৃষ্টি।

এ, বি, সি, ই
আছে কত ভিটামিন
কাঁচা আমের আঁটি দিয়ে
বিনা তারে বাজে বীণ।

ফজলি, রুপালি
হিমসাগর মন কাড়ে,
বেশি বেশি আম চাষে
সংসারে আয় বাড়ে।

কাঁচা আমের আচারে
জিহ্বাতে আনে জল,
যত পাবে তত খাবে
গায়ে পাবে বেশি বল।

ক্যালসিয়াম পটাশিয়াম
আমে পাবে সারামাস,
উপকার পেতে হলে
এসো করি আম চাষ।

সর্বশেষ
জনপ্রিয়