ঢাকা, সোমবার   ২৪ জুন ২০২৪ ||  আষাঢ় ৯ ১৪৩১

কোপার আগে মেসি ম্যাজিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ১৬ জুন ২০২৪  

কোপার আগে মেসি ম্যাজিক

কোপার আগে মেসি ম্যাজিক

কোপা আমেরিকার আগে শেষ প্রীতি ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। গতকাল শনিবার দলের প্রাণভোমরা লিওনেল মেসি আর লাওতারো মার্টিনেজের জোড়া গোলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তুলনামূলক খর্ব শক্তির দল গুয়েতেমালাকে। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বেও টুর্নামেন্ট কোপা আমেরিকা। যেখানে আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। তাই শেষ প্রস্তুতি ম্যাচে কোনো ধরনের ঝুঁকি নেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ওয়াশিংটনে শনিবার শুরু থেকেই মেসিকে খেলানোর সিদ্ধান্ত নেন তিনি।

ফলে বড় জয়ের স্বস্তি নিয়েই কোপা আমেরিকার অভিযানে নামার আনন্দ এখন আর্জেন্টাইন তাবুতে। যদিওবা লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে ম্যাচ শুরুর ৪ মিনিটেই প্রথম গোল হজম করে বসেছিল আর্জেন্টিনা। তবে ১২ মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান। ৩৯ মিনিটে বক্সেও ভেতর ভ্যালেন্টিন কার্বোনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি শট মেসি নিজে না নিয়ে লাওতারো মার্টিনেজকে সুযোগ করে দিলে ২-১ ব্যবধানে লিড পায় স্কালোনির দল। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে মেসির সহায়তায় আবারও গোল করেন মার্টিনেজ। ৭৭তম মিনিটে মেসির জাদুতে  ব্যবধান দাঁড়ায় ৪-১। 

এই ম্যাচে জোড়া গোল করে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার দ্বিতীয় স্থানে থাকা ইরানের কিংবদন্তী আলী দাইয়িকে ছুঁয়েছেন মেসি। দাইয়ি (১৯৯৩-২০০৬) ১৪৮ ম্যাচে করেছিলেন ১০৮ গোল। মেসি ১০৮ গোল করতে খেলেছেন ১৮২ ম্যাচ। শীর্ষে থাকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো করেছেন ১৩০ গোল (২০৭ ম্যাচে)।

সর্বশেষ
জনপ্রিয়