ঢাকা, সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ৫ জুলাই ২০২৪  

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
এতে জেলা শহরের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের সদস্যরা অংশ নেয়। এর মধ্যে ‘ক’ গ্রুপে দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনই যথেষ্ট বিষয়ে বিতর্কের নকআউট রাউন্ডে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। ‘খ’ গ্রুপে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে বিষয়ে বিতর্কের নকআউট রাউন্ডে অংশ নেয় জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে বিষয়ে বিতর্কের ফাইনাল রাউন্ডে অংশ নিয়ে প্রতিযোগিতায় সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ দল এবং সেরা বিতার্কিকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এবং সওজ’র নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে শিক্ষাবিদ মোছা. খালেদা ইসলাম, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর এবং দুদক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়