ঢাকা, সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

কবিতা : নির্ভুল গল্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ৫ জুলাই ২০২৪  

কবিতা : নির্ভুল গল্প

কবিতা : নির্ভুল গল্প

নির্ভুল গল্প

ভেবে কি দেখেছো?
তুমি কতদূর ওই দুর্গম পথ পাড়ি দিয়ে
আজ এতদূর এসেছো?
ফিরে চাও পেছন পানে।
দেখো—দেখো নিজেকে
তুমি কতটা বদলে গেছো!
অথবা কতটা নিজেকে বদলে ফেলেছো।
সেই তুমি আজ তুমির মধ্যে ভীষণ তফাৎ।
যারা তোমাকে নিমিষে ভেঙে দিয়ে গেছে,
যারা তোমার পথ রুখেছিল একদিন
আজ তারা বাগ্রুদ্ধ। নত।
জীবনের পেণ্ডুলাম থেকে কতটা সময় আজ হারিয়ে গেছে।
কুয়াশায় কিশোরী ভোরে শিশির মাখা তোমার নগ্ন পায়ে
তুমি আর ফিরে যেতে পারবে না,
ভুলে ভরা গল্প শুধরিয়ে নেওয়ার জন্য।
যে পুরোনো তালা ধূলোবালি জমে
মুখ থুবড়ে পড়ে আছে বহুকাল ধরে,
ওই হারানো চাবি আর খুঁজে বেরিয়ে লাভ কী?
পেছনের দরজা বন্ধ করে দাও।
মুছে দাও সব জীর্ণ গল্প।
নতুন করে লেখো
কোনো এক নির্ভুল গল্প।

সর্বশেষ
জনপ্রিয়