ঢাকা, মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

কবিতা : গত বরষার পরে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ২০ জুন ২০২৪  

কবিতা : গত বরষার পরে

কবিতা : গত বরষার পরে

এখন কেবলই মনে হয়—
তুমিই যেন বরষা আমার।

তুমি এসেছো—
আমি সিক্ত হয়েছি,
পেয়েছি শীতল পরশ।

কেন তুমি দেরি করে এলে?
এত তাপ কী করে সই বলো?
এত অভিমান কেন তোমার?

গত বরষার পরে
তোমারই অপেক্ষায় ছিলাম—
তুমি আসবে বলে।

সর্বশেষ
জনপ্রিয়