ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

কবিতা পর্ব : অপরাজিতাদের ছায়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ১ জুলাই ২০২৪  

কবিতা পর্ব : অপরাজিতাদের ছায়া

কবিতা পর্ব : অপরাজিতাদের ছায়া

অপরাজিতাদের ছায়া

ওপারে অপরাজিতার বাড়ি
জানি না কতটা নিশ্চুপ সে
কতটা চাপানো বেদনায়!
মাঝে নদী, বটের ছায়া, ফসলের মাঠ
পাখির ডাক, ওপরে বিশাল আকাশ
ইচ্ছেগুলোকে চেপে রেখেছে মোড়লগিরি
খাঁচায় রাখা হয়েছে অপরাজিতাকে
গতিপথ করতে বদল
পায়ের নূপুর যেন শিকলের ঝনঝন।

অপরাজিতার মন সিলভিয়া প্লাথের
অপরাজিতার শক্তি মায়া অ্যাঞ্জেলা
অপরাজিতার দরকার আলোর পথ
অপরাজিতাদের ছায়া হবে কে?
অপরাজিতারা আমাদের হবে কবে?
যদি কাছে টানি অপরাজিতাদের
যদি উদার হয় ছায়াগুলো
মরুভূমির ঘাসগুলো হবে গাঢ় সবুজ—সাভানা তৃণভূমি।

****

সর্বশেষ
জনপ্রিয়