ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

আলোচিত ঘুমকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন তাসকিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ২ জুলাই ২০২৪   আপডেট: ২১:৩১, ২ জুলাই ২০২৪

আলোচিত ঘুমকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন তাসকিন

আলোচিত ঘুমকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন তাসকিন

জমজমাট নবম টি-২০ বিশ্বকাপের পর্দা নেমেছে। তবে বিশ্বমঞ্চে যাচ্ছে-তাই পারফরম্যান্স করে সমালোচিত টাইগার ক্রিকেটাররা। এরই মধ্যে দেশের ক্রিকেটাঙ্গন উত্তাপ, তাসকিন আহমেদের ঘুমকাণ্ড নিয়ে।

সবশেষ কুড়ি ওভারের বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। তবে ম্যাচটির একাদশে ছিলেন তাসকিন। এ নিয়ে বেশ আলোচনা হলেও পরে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে মেনে নিয়েছিল অনেকেই। কিন্তু বিশ্বকাপ মিশন শেষেই তাসকিনের বাদ পড়া নিয়ে শোনা না ভিন্ন কারণ।

ভারত ম্যাচের আগে মূলত তাসকিন ঘুমিয়েছিলেন। যে কারণে তাকে রেখেই টিম বাস হোটেল ছেড়ে যায়। চাঞ্চল্যকর এ খবর প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সূত্র দিয়ে ক্রিকেটবিষয়ক গণমাধ্যমটি জানিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুম ভাঙেনি টাইগার এ পেসারের। 

এই ঘটনাটা প্রকাশ হতেই তোলপাড়। যদিও বিব্রতকর ঘটনার জন্য সেদিনই সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তাসকিন। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার একটু দেরি হয়েছিল (ভারত ম্যাচের আগে মাঠে পৌঁছাতে)। তবে যেটা বলা হচ্ছে টসের পর গেছি, এটা ভুল। টস হওয়ারও আধঘণ্টা বা ৪০ মিনিট আগে পৌঁছেছিলাম মাঠে।’

তিনি আরো বলেন, ‘টিম বাস আমি মিস করেছিলাম। সকাল সাড়ে ৮টায় ছিল বাস ছাড়ার সময়। বাস ছেড়েছিল ৮টা ৩৫ মিনিটে। আমি ৮টা ৪৩ মিনিটে গাড়িতে করে মাঠে গেছি। মানে বাসের সঙ্গে সঙ্গেই গিয়েছি। পরে পৌঁছেছি। আমাকে যে খেলায়নি, সেটা দেরিতে যাওয়ার জন্য নয়। এমনিই খেলায়নি।’

এদিকে তাসকিনের ঘুমকাণ্ডে গণমাধ্যমে কথা বলেছেন সাকিব আল হাসানও। মঙ্গলবার মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি সাকিব বলেন, ‘তাসকিন টস হওয়ার ৫-১০ মিনিট আগে মাঠে গিয়েছে। তখন হয়তো খেলানোর সুযোগ ছিল না। এছাড়া অন্য কারণও থাকতে পারে আমি তা জানি না।’

সর্বশেষ
জনপ্রিয়