ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

আমি এখন ডিভোর্সি : পরীমনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ২১ জুন ২০২৪  

আমি এখন ডিভোর্সি : পরীমনি

আমি এখন ডিভোর্সি : পরীমনি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। একাধিক প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে থাকলেও তাকে ঘিরে যেন ভক্তদের আগ্রহের শেষ নেই। সবার মনেই প্রশ্ন, তাহলে কী নতুন সম্পর্কে জড়িয়েছেন পরী?সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে হাজির হয়ে যেন তারই জবাব দিলেন এই চিত্রনায়িকা। সেখানে পরীকে প্রশ্ন করা হয়, বর্তমানে তিনি সিঙ্গেল কি না? জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি আজীবনের জন্য সিঙ্গেল।

এরপরই উপস্থাপককে থামিয়ে দিয়ে পরীমনি আবার বলেন, বিয়ের পরে কেউ কখনো সিঙ্গেল হয় না। বিয়ের পরে হয় ডিভোর্সড। আর তাই আমি এখন ডিভোর্সি।

এই চিত্রনায়িকা আরো বলেন, আগে কোনো কিছু মনে চাইলে তা করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। আর এখন প্রেম করতেই ইচ্ছা হয় না। এটা ছাড়া বাকি সবই করা হয় আমার।

প্রসঙ্গত, পরীমনি সর্বশেষ ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমনিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। এ ছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সর্বশেষ
জনপ্রিয়