ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

অলিম্পিকে যাচ্ছেন দুই বাংলাদেশি সাতারু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ২ জুলাই ২০২৪  

অলিম্পিকে যাচ্ছেন দুই বাংলাদেশি সাতারু

অলিম্পিকে যাচ্ছেন দুই বাংলাদেশি সাতারু

চলতি জুলাইয়ের শেষ দিকে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শোন অন আর্থ’ খ্যাত অলিম্পিকের। এবারের আসরের আয়োজক ফ্রান্স। আসরের খেলাগুলো হবে ভালোবাসার শহর প্যারিসে। যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশি দুই সাতারু।দুজন সাতারু হলেন- সামিউল ইসলাম ও সোনিয়া আক্তার। তারা ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে যাচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। 

সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ৫০ মিটার ফ্রিস্টাইল অংশ নেবেন। সোনিয়া আক্তার নামবেন ৫০ মিটার বাটারফ্লাই ও ফ্রিস্টাইলে। এছাড়া স্প্রিন্টার ইমরানুল ইসলামও পেয়েছেন অলিম্পিকে অংশ নেয়ার ওয়াইল্ড কার্ড।

এ নিয়ে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এম বি সাইফ বলেন, ‘আন্তর্জাতিক সাতার ফেডারেশন (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স) গতকাল রাতে চিঠি পাঠিয়েছে আমাদের কাছে। তাতে তারা বলেছে, আমাদের একজন নারী সাতারু ও পুরুষ সাতারু অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে। তার অর্থ, আমাদের পাঠানো নাম দুটি অনুমোদন করেছে (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স)।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘গত রাতে দুই সাঁতারুর ওয়াইল্ড কার্ডের চিঠি আমরাও পেয়েছি।’

সর্বশেষ
জনপ্রিয়