ময়মনসিংহে আনার চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন মরহম আলী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার

ময়মনসিংহে আনার চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন মরহম আলী

ময়মনসিংহে আনার চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন মরহম আলী

বাল্যকাল থেকে কৃষির সাথে সম্পৃক্ততা রয়েছে উপজেলার রামপুর ইউনিয়নের বাহেল গ্রামের মহরম আলীর। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে উন্নত জাতের বিভিন্ন ফলের চাষ করছেন তিনি।

প্রায় ১ বছর আগে বাণিজ্যিকভাবে ২০ শতক জমিতে ৯০ টি আনার গাছের চারা রোপন করেন তিনি। এতে প্রায় তার ৪৫-৫০ হাজার টাকা খরচ হয়। বর্তমানে অধিকাংশ গাছে ফুল-ফল আসা শুরু করেছে। আবহাওয়াসহ সবকিছু ঠিক থাকলে ভাল লাভবান হবেন বলে  তিনি আশাবাদী। আশেপাশের লোকজন প্রতিনিয়ত দেখতে আসছেন তার বাগানটি। প্রথমবার আনার চাষে বেশি অভিজ্ঞাতা নেই তার। তবে  কৃষি অফিস সার্বক্ষণিক তাকে সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওয়তায় এই প্রথমবারের মত তারাকান্দায় ভিটামিন ও এন্টিঅক্সিডেন্ট সম্বৃদ্ধ একটি আনার বাগান সল্প ব্লকে  প্রকল্প দেওয়া হয়েছে। কৃষি অফিস সার্বক্ষণিক আনার চাষী কে সার্বিক সহায়তা ও  সঠিক পরামর্শ  দিয়ে যাচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রাভা শাওন।