বাজেট পাসের পর যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩০ জুন ২০২৪ রোববার

বাজেট পাসের পর যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

বাজেট পাসের পর যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতি বছরই বাজেট পাস হওয়ার পর একটি মহল বলে এ বাজেট উচ্চাভিলাষী। অথচ বর্তমান সরকারের এ বাজেট বাস্তবায়নের হার ৯২-৯৬ শতাংশ।রোববার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিদেশি ঋণ নির্ভরতা কমেছে। আমরা এখন অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিতে পারছি। তবে দেশের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে বিদেশি ঋণ নিতে হয়।

এছাড়া সৌদি আরব সফরে দেশটির প্রিন্স মুহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে কথা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, জাতীয় সংসদে বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হয়। এই বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। নতুন বাজেট ১ জুলাই থেকেই কার্যকর শুরু হবে।